আঞ্চলিক সংবাদ

রাবিতে রমেল চাকমা হত্যার প্রতিবাদ ও পার্বত্য চট্টগ্রামের অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারের দাবি

রমেল চাকমা হত্যার প্রতিবাদ ও পার্বত্য চট্টগ্রামের অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ জুম্ম শিক্ষার্থীবৃন্দর উদ্যোগে আজ ২৬ শে এপ্রিল বুধবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্ত্বরে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক আমিরুল ইসলাম কনক, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিভূতী ভূষণ মাহাতো, পাহাড়ী ছাত্র পরিষদ রাজশাহী মহানগর শাখার সভাপতি দীপেন চাকমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি সভাপতি এ এম শাকিল হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাবি সভাপতি লিটন দাশ প্রমূখ।
সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন আদিবাসী ছাত্র পরিষদ রাবি সাধারণ সম্পাদক নকুল পাহান সহ আদিবাসী ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ।

Back to top button