অন্যান্য

রাজস্থলী মৈত্রী বিহারে ১০দিন ব্যাপি বিদর্শন ভাবনা প্রশিক্ষণ শুরু

রাজস্থলী উপজেলা সদর বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্য বাহী বৌদ্ধ মন্দির হচ্ছে রাজস্থলী মৈত্রী বিহার। বৌদ্ধ ধর্ম চর্চার মূল বিষয় নিজ চিত্তকে সংযম করা, চিত্ত মানে মন। মনের চাইতে দ্রুত গামী পৃথিবীতে আর কিছুই না্। তাই নিজ চিত্তকে সংযম করতে না পারার আজ বিশ্বে হানা-হানি। তাই চিত্তকে সংযম করার এক মাত্র লক্ষ্য বিদর্শন ভাবনা।

গত ২ই মার্চ হতে শুরু হয়েছে ১০ দিন ব্যাপি আর্ন্তজাতিক বিদর্শন ভাবনা প্রশিক্ষণ কোর্স। প্রশিক্ষণে অংশগ্রহন করেছেন উদীয়মান বৌদ্ধ ভিক্ষু সংঘ সহ উপাসক-উপাসিকা ও ধর্ম পিপাসু জন সাধারণ(দায়ক-দায়িকা) সব মিলিয়ে ১২০ জন। প্রশিক্ষণে শিক্ষক (বিদর্শাচার্য) হিসেবে রাজস্থলী সদর ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপালোক ভিক্ষু।

বিদর্শন ভাবনা কারীদের সেবা কবার জন্য রাজস্থলী উপজেলাধীন ধর্মপ্রাণ জন সাধারণ (দায়ক-দায়িকা) দৈনন্দিন নিজ নিজ দায়িত্ব সম্পাদন করে যাচ্ছেন।

আগামী ১১ই মার্চ রোজ শনি রাজস্থলী উপজেলাধীন ১নং ঘিলাছড়ি ইউনিয়নের রাজস্থলী বাজার সংলগ্ন হেডম্যান পাড়ায় মহা সংঘ দানের মধ্যদিয়ে সমাপনী অনুষ্ঠান হবে। এতে ধর্ম পিপাসু জন সাধারন(দায়ক-দায়িকাদের) অংশগ্রহন করার উদযাপন কমিটির পক্ষ থেকেও অনুরোধ জানানো হয়।
ছবি কৃতজ্ঞতাঃ আদিবাসী বার্তা

Back to top button