আঞ্চলিক সংবাদ

রাজস্থলীতে সেটেলার বাঙালিদের হামলায় সুধাংশু তনচঙ্গ্যা মারাত্মক আহত

গত ৩ এপ্রিল ২০১৮ বিকাল ৪ ঘটিকায় রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পূনর্বাসন পাড়ার বাসিন্দা সুধাংশু তনচঙ্গ্যা(৫০)সেটেলার বাঙালিদের হামলায় মারাত্মক আহত হয়েছে।

জানা যায়, মো: মিজানুর রহমানের নেতৃত্বে ৮/১০ জন সেটেলার বাঙালি বাগানের গাছ, বাঁশ কেটে কয়লা তৈরি করছে এ খবর পেয়ে বাগানের মালিক সুধাংশু তনচঙ্গ্যা একজন সঙ্গী মংহ্লাউ মারমাসহ ঘটনাস্থলে যায়। এসময় সেটেলার বাঙালিরা তাদের উপর হামলা চালায়। মংহ্লাউ মারমা পালিয়ে যেতে পারলেও সুধাংশু তনচঙ্গ্যাকে ধরে সেটেলার বাঙালিরা বেদম মারধর করে। মারাত্মক আহত অবস্থায় সুধাংশু তনচঙ্গ্যাকে ধরে নিয়ে গাইন্দ্যা ইউনিয়নের ৫নং সেটেলার গ্রামে আটকে রাখে। পরে স্থানীয় হেডম্যান ও ইউপি সদস্যসহ গ্রামের লোকজন সুধাংশু তনচঙ্গ্যাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধারের পর রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করে।

হামলাকারী সেটেলার বাঙালিরা হল: ১. মো: মিজানুর রহমান(৫০), ২. মো: মিঠু রহমান, ৩. মো: তারেকুল ইসলাম, ৪. মো: আবদুল ছাত্তার হোসেন, ৪. মো: মশিউর রহমান, ৫. মো: আমিনুল ইসলাম

Back to top button