আঞ্চলিক সংবাদ

রাজস্থলীতে জনসংহতি সমিতির কার্যালয়ে সেনাবাহিনীর অনুপ্রবেশ

গত ১০ ডিসেম্বর ২০১৭ রাত আনুমানিক ১২:০০ টার দিকে রাঙ্গামাটি জেলাধীন রাজস্থলী উপজেলায় সেনাবাহিনীর রাজস্থলী সাব-জোনের ওয়ারেন্ট অফিসার সরোয়ার এর নেতৃত্বে একদল সেনাসদস্য জনসংহতি সমিতির রাজস্থলী থানা কার্যালয়ে অনুপ্রবেশ করে। জানা গেছে, সেনাসদস্যরা ঐ সময় জনসংহতি সমিতির ভাড়াতে কার্যালয়ে গেলে দরজা তালাবদ্ধ দেখতে পায়। এরপর সেনাসদস্যরা কার্যালয়ের পার্শ্ববর্তী কার্যালয়ের মূল মালিককে অফিসে কেউ থাকে কিনা জানতে চাইলে কার্যালয়ের মালিক ‘তারা দিনে কার্যালয়ে কাজ করার পর তা বন্ধ করে চলে যায়’ বলে জানায়। এতে সেনাসদস্যরা মালিকের কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলে কার্যালয়ে প্রবেশ করে। তবে এদিক-ওদিক তাকিয়ে সেনাসদস্যরা কার্যালয় থেকে বের হয়ে আসে এবং চলে যায়।

জুরাছড়িতে জনসংহতি সমিতির সদস্যসহ আরও গ্রেপ্তার ৫ নিরীহ ব্যক্তি

আজ ১০ ডিসেম্বর ২০১৭ সকাল ১১:৩০ হতে দুপুর ১:০০ টার মধ্যে রাঙ্গামাটি জেলাধীন জুরাছড়ি উপজেলা সদর এলাকা থেকে জুরাছড়ি থানার পুলিশ ও জুরাছড়ি সেনা জোনের সেনা সদস্যরা জনসংহতি সমিতির সদস্যসহ আরও ৫ নিরীহ জুম্মকে আটক করেছে। পুলিশ কর্তৃক আটককৃত ব্যক্তিরা হলেনÑ

১. হেমন্ত চাকমা (২২), পীং-রনজিত কার্বারী, সাং-বরকলক, দুমদুম্যা ইউনিয়ন;

২. রবিধন চাকমা (২১), পীং-অমৃত লাল চাকমা, সাং-উপজেলা সদর, জুরাছড়ি ইউনিয়ন;

৩. মানস চাকমা (২৩), পীং-লক্ষীরাম চাকমা, সাং-ধামাই পাড়া, বনযোগীছড়া ইউনিয়ন;

৪. লক্ষীলাল চাকমা (৪৪), পীং-অজ্ঞাত, সাং-দুমদুম্যা ইউনিয়ন;

উল্লেখ্য, লক্ষীলাল চাকমা দুমদুম্যা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের একজন নির্বাচিত সদস্য। এছাড়া উল্লেখ্য যে, প্রথমোক্ত তিন ব্যক্তি ঐ সময় প্রয়াত জনৈক তড়িৎ কান্তি চাকমার সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানে লাকড়ি বহন করছিল।

অপরদিকে সেনাসদস্যরা উত্তম কুমার চাকমা (৪৫) পীং-নিরঞ্জন চাকমা, সাং- চৌমুহনী, বনযোগীছড়া ইউনিয়ন নামে আরেক ব্যক্তিকে আটক করে। উল্লেখ্য, উত্তম কুমার চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বনযোগীছড়া ইউনিয়ন কমিটির সদস্য।

জুরাছড়িতে ইউপি চেয়ারম্যানের বাড়িসহ ৫ জুম্ম বাড়িতে সেনাবাহিনীর তল্লাশী

১১ ডিসেম্বর ২০১৭ দিবাগত রাতে রাঙ্গামাটি জেলাধীন জুরাছড়ি উপজেলায় জুরাছড়ি সেনা জোনের একদল সেনাসদস্য উপজেলা সদরস্থ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের এক বাড়িসহ ৫ নিরীহ জুম্ম বাড়িতে তল্লাশী চালিয়েছে।

জানা গেছে, সেনা সদস্যরা প্রথমে দিবাগত রাত ১:৩০টার দিকে ৪নং দুমদুম্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শান্তিরাজ চাকমার জুরাছড়ি উপজেলা সদরস্থ ভাড়াতে বাড়িতে তল্লাশী চালায়। এসময় চেয়ারম্যান বাড়িতে ছিলেন না। এরপর সেনাসদস্যরা ভোর ৫:০০ টায় চকপতিঘাট এলাকায় পরপর মনিষ তালুকদার (৩০), পীং-অনিল তালুকদার, রূপম চাকমা (৩৭), পীং-বিনয় কুমার চাকমা, খোকন চাকমা (৩৮), পীং-অবিন চাকমা ও সুভাষ জ্যোতি চাকমা (২৮), পীং-তরুণ মোহন চাকমা’র বাড়িতে তল্লাশী চালায় এবং জিনিসপত্র তছনছ করে দেয়। উল্লেখ্য, মনিষ তালুকদার পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জুরাছড়ি থানা কমিটির সাংগঠনিক সম্পাদক।

বিলাইছড়িতে জনসংহতি সমিতির গ্রাম কমিটির সভাপতিকে গ্রেফতার

১১ ডিসেম্বর ২০১৭ দিবাগত রাত ১২ টায় গাছকাবাছড়া সেনা ক্যাম্পের একদল সেনা রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলাধীন কেঙড়াছড়ি ইউনিয়নের ইজাছড়ির ঢেবাছড়িতে তল্লাসী অভিযান চালিয়ে জনসংহতি সমিতির ইজাছড়ি গ্রাম কমিটির সভাপতি কমল চাকমা (৩৭) পিতা চিক্ক চাকমাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

Back to top button