আঞ্চলিক সংবাদ

রাজস্থলীতে অপহরণের পর হেডম্যান দ্বীপময় তালুকদারকে হত্যা করেছে সন্ত্রাসীরা

অপহরণের এক দিন পর বুধবার সকালের দিকে রাঙামাটির রাজস্থলী উপজেলার অপহৃত ৩৩৩নং ঘিলাছড়ি মৌজার হেডম্যান(মৌজা প্রধান), বিএনপির উপজেলা শাখার সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান দ্বীপময় তালুকদারের(৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাইতং পাড়ার নারাইছড়ি-হলোদিয়া এলাকায় দ্বীপময় তালুকদারের লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সেনাবাহিনীর ২৬ ইসিবির মাধ্যমে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের তাইতং পাড়ার এলাকায় তিনজনকে সাথে নিয়ে গেল মঙ্গলবার সড়কের কাজ তদারকি করতে যান। তদারকি শেষে দ্বীপময় তালুকদার বাড়ী ফিরছিলেন। এসময় জিরোমাইল এলাকায় পৌছলে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়।

এদিকে অপহরণের একদিন পর বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তাইতং পাড়ার নারাইছড়ি-হলোদিয়া এলাকায় দ্বীডপময় তালুকদারের লাশ স্থানীয় লোকজন দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করে। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এ হত্যাকান্ডের ঘটনায় কারা জড়িত তা এখনো জানা যায়নি।

রাজস্থলী থানার ওসি মফজল আহমেদ খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত ব্যক্তি এলাকার প্রভাবশালী হওয়ায় কিছুটা উত্তেজনা রয়েছে।

Back to top button