আঞ্চলিক সংবাদ
রাজশাহীর তানোরে আদিবাসী কিশোরীকে ধষর্ণের চেষ্টা
রাজশাহীর তানোরে ষ্টুডিওতে ছবি উঠাতে গিয়ে ষ্টুডিও’র মালিক কর্তৃক ৮ম শ্রেণীতে পড়ুয়া এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে আদিবাসী কিশোরীর পিতা বাদি হয়ে ষ্টুডিও’র মালিককে অভিযুক্ত করে থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, তানোর উপজেলার মুন্ডুমালা বাজারে মীম ষ্টুডিও এন্ড ফটোষ্ট্যাট দোকানে রবিবার দুপুরে ওই কিশোরী ছবি উঠাতে যায়। ষ্টুডিও’র ভিতরে ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তুলার নামে কৌশল করে ষ্টুডিও’র মালিক রায়হান আলী (২৮) ওই কিশোরীকে চাপটে ধরে জোরপূর্বক ধষর্ণের চেষ্টা চালায়। এসময় ওই কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) র্মীজা আব্দুস সালাম বলেন,ওই কিশোরীর পিতার অভিযোগে প্রেক্ষিতে থানায় মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।