আঞ্চলিক সংবাদ

রাজশাহীতে শহীদ মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৩৬ তম মৃত্যুবার্ষিকী পালন

আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আদিবাসীদের অবিসংবাদিত মহান নেতা শহীদ মানবেন্দ্র নারায়ন লারমা’র ৩৬ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা আজ ১০ নভেম্বর ২০১৯ শনিবার বিকাল ৪টায় রাজশাহীস্থ জাতীয় আদিবাসী পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে মোমবাতি জ্বালিয়ে এমএন লারমার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় সদস্য বিভূতী ভূষণ মাহাতো, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা যুগ্ম-আহ্বায়ক উপেন রবিদাস, সদস্য উত্তম মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা, সহ-সাংগঠনিক সম্পাদক দিলীপ পাহান, দপ্তর সম্পাদক পলাশ পাহান, ক্রীড়া সম্পাদক সুমন মূর্মূ, সদস্য রিমা পাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি রতিশ টপ্য, ক্রিড়া বিষয়ক সম্পাদক নয়ন পাহান, সদস্য মিলন মাহাতো প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসীদের অবিসংবাদিত নেতা শহীদ মানবেন্দ্র নারায়ণ লারমার যে সংগ্রামী ইতিহাস এবং চেতনা সবাইকে ধারন করতে হবে। তিনি আদিবাসীসহ এদেশের বঞ্চিত, শোষিত খেটে খাওয়া শ্রমজীবি জনগোষ্ঠীর অধিকার এবং দাবীর পক্ষে লড়াই করেছেন। বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং আদিবাসীদের উপর অত্যাচার, শোষন, ভূমি দখল, হত্যা, ধর্ষন, বসত বাড়িতে অগ্নিসংযোগ বন্ধের দাবী জানান। সরকারী চাকরিতে আদিবাসী শিক্ষার্থীদের কোটার পূর্নবহাল রাখতে হবে। একই সাথে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবী জানান।

Back to top button