আঞ্চলিক সংবাদ

রাজশাহীতে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভা

রাজশাহীতে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় কার্যালয় গণকপাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সবিন চন্দ্র মুন্ড, প্রেসিডিয়াম সদস্য খ্রীষ্টিনা বিশ্বাস,সহ- সাধারন সম্পাদক গণেষ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী মহানগর শাখার সাধারন সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, রাজশাহী জেলা শাখার সাধারন সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, কেন্দ্রীয় সদস্য রবীন্দ্রনাথ হেমব্রম।
সভায় আগামী ৯ আগস্ট রাজশাহী ও রংপুর বিভাগের প্রত্যেক জেলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। একই সাথে আগামী ৩ সেপ্টেম্বর ২০১৭ তারিখে জাতীয় আদিবাসী পরিষদের ২৫ (রজত জয়ন্তী) বছরে পদার্পন উপলক্ষে রাজশাহীতে এক মহাসমাবেশে আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। ৩ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত বছর ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে রজত জয়ন্তী পালিত হবে বলে সিদ্ধান্ত হয়।

Back to top button