রাজবাড়ীর নবাবপুরে আদিবাসী গ্রামে হামলায় আহত ৭
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের মেছুয়াঘাটা আদিবাসী পল্লীতে শনিবার দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এতে সাত আদিবাসী নারী-পুরুষ আহত হয়েছেন। হামলাকারীরা এ সময় আদিবাসীদের উচ্ছেদের হুমকিও দিয়েছে।
মূল আসামী হোতা মুন্নু ফকিরকে আটক করেছে। হামলায় আহতরা হলেন- প্রিয়ন্তি বিশ্বাস, সবিতা বিশ্বাস, বিজলী বিশ্বাস, বৃষ্ণ বিশ্বাস, কালিদাসী বিশ্বাস, বিনা বিশ্বাস ও সুনীল বিশ্বাস। আহতদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আদিবাসীরা অভিযোগ করেন, নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমানের আত্মীয় মুন্নু ফকীর আদিবাসীদের ১১ শতাংশ জমি দখলে রেখেছেন। শনিবার সকালে তিনি দলবল নিয়ে আরও জমি দখল করতে এলে আদিবাসীরা বাধা দেয়। ওই সময় মুন্নু ফকীরের নেতৃত্বে শতাধিক লোক তাদের ওপর হামলা চালায়। থানার ওসি হাসিনা বেগম সংবাদ মাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং একজনকে আটক করে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি গণমাধ্যমকে জানান।