রাজধানীর নর্দ্দায় গারো মা ও মেয়ের গলা কাটা লাশ উদ্ধার
আজ আনুমানিক ৫ ঘটিকায় সময় রাজধানীর নর্দ্দায় গারো জাতিগোষ্ঠীর মা ও মেয়ের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।কালাচাঁদপুরের চার তলা ওই বাসায় নিজ ফ্ল্যাটেই থাকতেন গারো মা-মেয়ে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি একটি হত্যাকাণ্ড।
প্রতিবেশীরা জানান, সন্ধ্যায় প্রথমে আনুমানিক ৩২ বছর বয়সী ১ মহিলার গলা কাটা লাশ পাওয়া গিয়েছে। এর আনুমানিক ১ঘন্টা পর রুমে খাটের নিচে ঐ মহিলার মায়ের গলা কাটা লাশ পাওয়া গেছে। প্রাথমিকভাবে মা ও মেয়ে সঠিক পরিচয় জানা যায়নি । তবে প্রতিবেশীদের কাছে পাওয়া তথ্যমতে ঐ নিহত মহিলাদের বাড়ি হালুয়াঘাটের জয়রামকুরা গ্রামে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনার পর তদন্ত চালাচ্ছে। আলামত সংগ্রহ করার পর মা-মেয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে বলে জানান পরিদর্শক আমিনুল ইসলাম।
আইপিনিউজের প্রতিনিধি ইতোমধ্যেই ঘটনাস্থলে অবস্থান করছেন। কিন্তু পুলিশ ঘটয়না তদন্তের স্বার্থে এখনো কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেনা।
বিস্তারিত আসছে……..