আন্তর্জাতিক

রাঙ্গামাটি লংগদুতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে প্যারিসে দুই দিনের কর্মসূচি ঘোষনা

আন্তর্জাতিক ডেস্ক: গত ২রা জুন, ২০১৭ ইং তারিখে রাঙ্গামাটি লংগদুতে পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ মদদে সেটেলার বাঙ্গালি মুসলিম কর্তৃক পাহাড়ি আদিবাসী গ্রামেনৃশংসভাবে বর্বরোচিত সাম্প্রদায়িক হামলা, বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যা করা হয়েছে।

উক্ত ঘটনার প্রতিবাদে আগামী ১৫ জুন ২০১৭ ইং তারিখ, রোজ বৃহস্পতিবার বিকাল ৩.০০ টা – ৫.০০ টা পর্যন্ত ফ্রান্স বাংলাদেশ এ্যাম্বেসীর সামনে এবং ১৬ জুন ২০১৭ ইং তারিখ, রোজ শুক্রবার সকাল ১০.৩০ টা – দুপুর ১২.৩০ টা পর্যন্ত ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এবং বিকাল ২.০০ টা – ৪.০০ টা পর্যন্ত ফ্রান্স টেলিভিশন সেন্টারের সামনে তিন সংগঠনের ব্যানারে এক মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি আহবান করা হয়েছে।

উক্ত প্রতিবাদ কর্মসূচিতে ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলকে স্বশরীরে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রামে জুম্ম জাতির অস্তিত্ব রক্ষার্থে সংহতি প্রকাশ ও প্রতিবাদ কর্মসূচি সাফল্য মন্ডিত করার জন্য সবিনয়ে অনুরোধ জানিয়েছেন লা ভোয়া দে জুম্ম এর সভাপতি ডমিনিক ক্লোচন, এবং ইউরোপিয়ান জুম্ম ইন্ডিজিনাস কাউন্সিলের সভাপতি সুদর্শন চাকমা।

Back to top button