জাতীয়

রাঙ্গামাটিতে পাহাড়ী ছাত্র পরিষদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ চলছে

নিজস্ব সংবাদদাতা: ২০ মে ২০১৬ পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র-গণসমাবেশের কার্যক্রম শুরু হয়েছে। রাঙ্গামাটি জেলা শহরের জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই ছাত্র-গণ জমায়েতে সকাল থেকেই পাহাড়ী ছাত্র পরিষদের বিভিন্ন শাখা স্ব স্ব ব্যানার নিয়ে মিছিল সহকারে অনুষ্ঠান স্থলে হাজির হতে থাকে।

ছাত্রদের পাশাপশি সর্বস্তরের জনগণকেও সমাবেশে যোগ দিতে দেখা যায়। সকালে জাতীয় পতাকা আর দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি ও উদ্বোধক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। দলীয় সংগীতের সাথে পিসিপির পতাকা উত্তোলন করেন সংগঠনটির সভাপতি বাচ্চু চাকমা। এর আগে অনুষ্ঠান স্থলে গণসংগীত পরিবেশন করেন গিরিসুর শিল্পী গোষ্ঠেীর শিল্পীবৃন্দ। ছাত্র নেতা বাচ্চু চাকমার সভাপতিত্বে জুয়েল চাকমার সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের কার্যক্রম চলছে।

Back to top button