আঞ্চলিক সংবাদ

রাঙ্গামাটিতে জনসংহতি সমতির ডাকা ৩৬ ঘন্টার অবরোধ চলছে

আইপিনিউজ ডেস্কঃ রাঙ্গামাটিতে জনসংহতি সমিতির ডাকা ৩৬ ঘন্টার অবরোধ শুরু হযেছে ১৩জুন সকাল ৬টা থেকে। সম্প্রতি অনুষ্ঠিত ভূষণছড়া ইউপি নির্বাচনে ছোট হরিণা কেন্দ্রে পুনঃনির্বাচনের দাবিতে ১৩ ও ১৪ জুন জনসংহতি সমিতি রাঙ্গামটি জেলা ৩৬ ঘন্টার নৌপথ ও সড়ক পথ অবরোধের কর্মসূচী ঘোষণা করে। আমাদের রাঙ্গামাটি প্রতিনিধি জানান সকাল থেকে দূরপাল্লার কোন যানবাহন রাঙ্গামাটি ছেড়ে যায়নি। নৌপথেও লঞ্চ এবং অন্যান্য নৌযান চলাচল বন্ধ রয়েছে। জেলা শহরেও কোনপ্রকার যানবাহন চলছেনা। তবে দোকানপাট খোলা রয়েছে। জনসংহতি সমিতির রাঙ্গামটি জেলার সাংগঠনিক সম্পাদক শরৎ জ্যোতি চাকমা আইপি নিউজকে বলেন ৩৬ ঘন্টার অবরোধ শান্তিপূর্ণভাবে চলছে। তিনি বলেন, ভোট ডাকাতির প্রতিবাদে ও পুনঃনির্বাচনের দাবতিে আহুত এই অবরোধের প্রতি জেলার সর্বত্র জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পাওয়া যাচ্ছে। জনসংহতি সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সংবাদ পত্র বহনকারী গাড়ী, ফায়ার সার্ভিস এবং এ্যাম্বুলেন্স অবরোধের আওতামুক্ত থাকবে।

Back to top button