আঞ্চলিক সংবাদ
রাঙ্গামাটিতে আটক ৭ নারীকে জেল হাজতে প্রেরণ
রাঙ্গামাটির লংগদুতে নাশকতার অভিযোগে আটক ইসলামী ছাত্রী সংস্থার ৭ জন নারী কর্মীকে মঙ্গলবার রাঙ্গামাটির আদালতে হাজির করা হয়েছে। এতে আদালতের কাছে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আগামী ১ লা এপ্রিল মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য্য করা হয়েছে।
সোমবার রাঙ্গামাটির লংগদু উপজেলার মুসলিম ব্লক এলাকার রাবেতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওসমান গনীর বাসা থেকে নাশকতার উদ্যেশ্যে গোপন করার সময় ইসলামী ছাত্রী সংস্থার ৭ নারী কর্মীকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমানে জীহাদী বই, লিফলেট, চাঁদা আদায়ের রশিদসহ সরকারবিরোধী বই উদ্ধার করা হয়। পুলিশী অভিযানের সময় বাড়ির মালিক ওসমান গনী পালিয়ে যায়।