আঞ্চলিক সংবাদ
রাঙামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ৫৮ জন নেতাকর্মী পদত্যাগ করে কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।
সভাপতি প্রীতিময় চাকমা, সাধারণ সম্পাদক রতন চাকমা ও সাংগঠনিক সম্পাদক উৎপল চাকমার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে প্রীতিময় চাকমা ও রতন চাকমা বলেন, বর্তমান সাংগঠনিক অবস্থা বিবেচনা করে ইউনিয়নের সকল নেতাকর্মীদের সম্মতি নিয়ে আমরা সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকেও পদত্যাগ করেছি। তারা আরো উল্লেখ করেন, ‘ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের রাঙামাটি সদর উপজেলাধীন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।’
রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হৃদয় বিকাশ চাকমা বলেন, ‘এখনো আমার কাছে কোনো পদত্যাগপত্র আসেনি। আর পদত্যাগ করলেও করতে পারে, তা আমার জানা নেই।’