রাঙামাটিতে সাংসদ ঊষাতন তালুকদারের শীতবস্ত্র বিতরণ
রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদার সবাইকে শান্তি শৃংখলা বজায় রেখে সৌভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে দিয়ে মিলেমিশে বসবাস করার আহ্বান জানিয়েছেন।
সোমবার রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ আহ্বান জানান।
শহরের রিজার্ভ বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে কম্বল ও শাড়ী বিতরণকালে এসময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক নিলোৎপল খীসা, পিটিআই-এর সাবেক ইনষ্টাক্টর হাজী মোমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ঊষাতন তালুকদার এমপি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও ইউনিসেফের ব্যবস্থাপনায় রোববার কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িতে ৪হাজার তম পাড়া কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রী পার্বত্য এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তাই আমাদের সবাইকে একসাথে শান্তিপূর্ন সহবস্থানে বসবাস করতে হবে।