আঞ্চলিক সংবাদ
রাঙামাটিতে বিশ্ব মানবাধিকার দিবস পালন
মানবাধিকার দিবস উপলক্ষে রাঙামাটিতে শোভাযাত্রা করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
রবিবার সকাল ১০ টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের দক্ষিণ ফটক থেকে এ র্যালি শুরু হয়ে বনরুপায় গিয়ে শেষ হয়।
র্যালি শুরু আগে দিবসটি উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য প্রফেসর বাঞ্চিতা চাকমা, ব্লাস্ট (বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট) রাঙামাটি ইউনিটের সমন্বয়ক অ্যাড. জুয়েল দেওয়ান।
র্যালিতে রাঙামাটি প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়নের সদস্যরা ছাড়াও আইনজীবী, এনজিও কর্মী, শিক্ষার্থীরা অংশ নেন।