আঞ্চলিক সংবাদ

রাঙামাটিতে দুদককের গণশুনানি

রাঙামাটিতে বিভিন্ন সরকারী দপ্তরের অভিযোগের পাহাড় নিয়ে সোমবার রাঙামাটিতে দুর্নীতি দমন কমিশনের(দুদক) কমিশনারের উপস্থিতিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সরকারী বিভিন্ন দপ্তরে নাগরিক সেবা সুবিধা ও প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভূত সমস্যা সমাধান, নিষ্পত্তি এবং জবাবদিহিতা নিশ্চিত করতে এ গণশুনানীর আয়োজন করা হয়।

আয়োজিত গণশুনানিতে বিদ্যুৎ বিভাগের ইউনিট নিয়ে দুর্নীতি,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি জেনারেল হাসপাতাল, গণপুর্ত, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, সড়ক ও জনপদ বিভাগ, পৌরসভার বিরুদ্ধে অভিযোগ তুলেন ভুক্তভোগীরা। তবে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এসব অভিযোগ তদন্ত করে সমাধানের আশ্বাস দেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি) সহায়তায় ও রাঙামাটি দুদকের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার এএফ আমিনুল ইসলাম। জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল আলমের পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আক্তার, টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম মানেজার কাজী শফিকুর ইসলাম, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মায়াধন চাকমা, সচেতন নাগরিক কমিটির রাঙামাটির চাদ রায় প্রমুখ। অনুষ্ঠিত এ গণশুনানীতে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুনানীতে প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার এএফ আমিনুল ইসলাম বলেন, দুর্নীতিবাজ কাউকে ছাড় দেওয়া হবে না। কাজের গতিশীলতা এনে দুদকের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। বর্তমানে একশটি মামলার মধ্যে ৭০টি মামলার শাস্তি হয়েছে। দুর্নীতি মামলায় কর্মকর্তাদের জেলে যেতে হচ্ছে। তিনি দেশ থেকে দুর্নীতি মুক্ত করতে সবাইকে দুর্নীতির তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান।

Back to top button