জাতীয়

রমেল হত্যাকান্ডের তদন্ত শুরু করেছে মানবাধিকার কমিশন

সেনাসদস্যদের নির্যাতনে পাহাড়ি ছাত্রনেতা রমেল চাকমার মৃত্যুর অভিযোগে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমা জানান, তিন সদস্যের এ কমিটি সোমবার নানিয়ারচরের পূর্ব হাতিমারা এলাকায় রমেল চাকমার বাড়ি পরিদর্শন, তার মা-বাবা, আত্বীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাক্ষ্য নেয়।
কমিটির প্রধান গাজী সালাউদ্দীন কমিশনের রাঙামাটির উপ-পরিচালক। অন্য সদস্য হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অলি উজ্জামান।
গত ৫ এপ্রিল নানিয়ারচরে ট্রাক পোড়ানো ও বাস লুটের ঘটনায় নানিয়ারচর উপজেলা সদর থেকে তাকে আটক করে সেনাসদস্যরা। তাদের নির্যাতনে রমেল অসুস্থ হন বলে অভিযোগ। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হলে সেখানে ১৯ এপ্রিল তার মৃত্যু হয়।

Back to top button