আঞ্চলিক সংবাদ

রমেল চাকমার মৃত্যু: বিচার ও ক্ষতিপূরণ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্বারকলিপি প্রেরণ

পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) নেতা রমেল চাকমা মৃত্যুর প্রতিবাদে গত ২৫ এপ্রিল রাঙামাটিতে অবস্থান ধর্মঘট ও স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে স্মারকলিপি পাঠানো হয়েছে।

জেলা প্রশাসন কার্যালয় চত্বরে দেড় ঘন্টব্যাপী অবস্থান ধর্মঘট পালন করেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) সমর্থিত সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদ ও রমেল হত্যা প্রতিবাদ কমিটির নেতাকর্মীরা। অবস্থান ধর্মঘট চলাকালে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন, পিসিপি’র জেলা শাখার সভাপতি কুনেন্টু চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মন্টি চাকমা,রমেল চাকমা হত্যা প্রতিবাদ কমিটির আহ্বায়ক সুনন্দা তালুকদার প্রমুখ।

অবস্থান ধর্মঘট চলাকালে নেতৃবৃন্দ ছাত্র নেতা রমেল চাকমা হত্যাকারীদের শাস্তি দাবী জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বক্তারা রমেল চাকমা হত্যার সাথে জড়িতদের গ্রেফতার, নিহতের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবী জানান।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল নানিয়ারচরের ট্রাক পোড়ানো ও বাস লুটের ঘটনায় পিসিপি’র নেতা রমেল চাকমাকে নিরাপত্তা বাহিনী আটক করে। আটকের পর রমেল চাকমা অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ এপ্রিল তার মৃত্যু হয়।

Back to top button