আঞ্চলিক সংবাদ
রংপুরে আদিবাসী পল্লীতে আগুন
রংপুরের মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বিনোদপুর আদিবাসী পল্লীর আবাসন প্রকল্পে ১টি ব্যারাকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ টি পরিবারের প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার দুপুরে আগুনের সূত্রপাত হলে দ্রুত আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মিঠাপুকুর-পীরগঞ্জের দমকল বাহিনীর ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। আগুনে সকল পরিবারের নগদ টাকাসহ যাবতীয় পণ্য পুড়ে ছাই হয়ে যায়।
তবে আগুনের সূত্রপাত কিভাবে সংঘঠিত হয়েছে তা কেউ সঠিকভাবে বলতে পারেনি। ধারণা করা হচ্ছে, পূজার জন্য দিয়ারে আগুন থেকে এর সূত্রপাত হয়। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন দূর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার ও ফায়ার সার্ভিস এর রংপুর বিভাগের সহকারী উপ-পরিচালক ওয়াহেদুজ্জামান।
source: bd-pratidin.com