আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সুলতানা কামালকে হুমকি ও পাহাড়িদের নির্যাতনের প্রতিবাদ

রোববার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ‘অসাম্প্রদায়িক নাগরিক সমাজ’ সুলতানা কামালকে হেফাজতে ইসলামের হুমকি ও পাহাড়ি জনগোষ্ঠীর ওপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে প্রবাসী বাংলাদেশিরা।
সমাবেশে স্বাগত বক্তব্যে গণজাগরণ মঞ্চের সংগঠক রনী বলেন, “হেফাজতী অপতৎপরতার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার মন্তব্যে আমরা মর্মাহত। এহেন মন্তব্যে প্রকারান্তরে হেফাজতকেই সমর্থন ঘটেছে।”

সমাবেশের প্রস্তাব পাঠ করেন ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট, যুক্তরাষ্ট্র শাখা’র সভাপতি মিথুন আহমেদ।
প্রস্তাবে উল্লেখ করা হয়, “হেফাজতে ইসলামের নামে যারা ‘সুলতানা কামালকে ইটখোলায় পোড়ানো হবে এবং তার হাড়-মাংস এক জায়গায় থাকবে না’ বলে হুমকি দিয়েছে, তাদের সকলকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের প্রত্যাশা করছে প্রবাসীরা। মানবাধিকার নেত্রী সুলতানা কামালের সুরক্ষার জন্য রাষ্ট্রের যে দায়িত্ব তা যথাযথভাবে পালনের আহ্বান জানাচ্ছে এই সমাবেশ।”

প্রস্তাবে পাহাড়ি জনগোষ্ঠীর সুরক্ষার জন্য ১৯৯৭ সালের শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়।

সমাবেশে আরও বক্তব্য দেন সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট মুজাহিদ আনসারী ও শিতাংশু গুহ।

এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক রাশেদ আহমেদ এবং সদস্য-সচিব রেজাউল বারি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির গোপাল সান্যাল, যুক্তরাষ্ট্র উদীচীর জীবন বিশ্বাস ও সাবিনা উর্বি হাই, শিবলী সাদিক ও পঙ্কজ দেবনাথ।

Back to top button