আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বন্দুকধারীর হামলা

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরের একটি হোটেলে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। মান্দালয় বে নামের ওই হোটেল ক্যাসিনোর কাছে এখনো ওই বন্দুকধারী লুকিয়ে আছে বলে জানাচ্ছে পুলিশ। এ ঘটনায় সেখানে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা গেছে, এরইমধ্যে ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে লোকজনকে ছুটোছুটি করতে দেখা গেছে।

কয়েকটি ভিডিও ক্লিপে গুলির শব্দও শোনা গেছে। লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। বেশ কয়েকজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।

রুট নাইনটি ওয়ান হারভেস্ট সংগীত উৎসবে এসব প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
তথ্যসূত্রঃ বিবিসি।

Back to top button