আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আলাবামায় টর্নেডোর আঘাতে ১৪ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় আলাবামা অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে গতকাল (৩ মার্চ) ১৪ জনের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

লি কাউন্টির শেরিফ জে জোন্স বলেন, “ঝড়টি ঘণ্টায় ০.৪ কিলোমিটার বেগে আঘাত হেনে বেশ কয়েক মাইল এলাকা লণ্ডভণ্ড করে দিয়েছে। এখন পর্যন্ত আমরা ১৪ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়েছি।”

তিনি আরো বলেন, “এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।”

লি কাউন্টির তদন্ত কর্মকর্তা বিল হ্যারিস নিহতের সংখ্যার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যম এমএসএনবিসিকে বলেন, “এখন পর্যন্ত আমরা ১৪ জনের মৃত্যুর কথা জানতে পেরেছি। এই সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

তিনি আরা বলেন, “নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।”

আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহামের জাতীয় আবহাওয়া দপ্তর লি কাউন্টিতে অন্তত আটজনের মৃত্যুর কথা নিশ্চিত করে বলেছে, “মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।”

আবহাওয়া অফিস জানায়, এতে অনেকে আহত হয়েছে এবং আরও অনেক নিখোঁজ রয়েছে।

বিদ্যুৎ সংস্থা জানায়, ঝড়ের কারণে লি কাউন্টিতে ৫ হাজারের বেশি লোক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

Back to top button