যুক্তরাজ্য সফর বাতিল করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য সফরের পরিকল্পনা বাতিল করেছেন। এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সফরে লন্ডনে নতুন মার্কিন দূতাবাস উদ্বোধন করার কথা ছিল ট্রাম্পের। কিন্তু তিনি সফর বাতিল করায় তা উদ্বোধন করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।
গত বছর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে যুক্তরাষ্ট্র সফরের সময় ট্রাম্পকে লন্ডন আসার আমন্ত্রণ জানান। ট্রাম্পও আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। তবে সফরের কোনও নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট করা হয়নি।
ট্রাম্পের সফর বাতিলের বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
বিবিসি জানায়, ফেব্রুয়ারির সফর বাতিল করায় এই বছরের শেষ দিকে ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হতে পারে। ওই সময় ব্রিটিশ রানির সঙ্গে বাকিংহাম প্যালেসে মধ্যহ্নভোজে মার্কিন প্রেসিডেন্ট অংশ নিতে পারেন।
সংবাদমাধ্যমটির কূটনৈতিক প্রতিবেদক জেমস লান্ডেল জানান, তবে ট্রাম্পের রাষ্ট্রীয় সফরের কোনও সূচি চূড়ান্ত হয়নি। এমনকি সফরের বিস্তারিত বিষয়ে কিছু জানায়নি হোয়াইট হাউস।
তথ্যসূত্র: বিবিসি