ময়মনসিংহের ফুলবাড়িতে সাম্প্রদায়িক হামলায় এক গারো আদিবাসী আহত
২২ মে ফুলবাড়িয়া থানার দর্গাচালা গ্রামে তার্সিসিউস জেংচাম নামের একজন গারো আদিবাসী সাম্প্রদায়িক হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে। গ্রামে চলাচলের রাস্তায় সেতু নির্মাণকে কেন্দ্র করে এ হামলা হয়। সেতু নির্মাণ নিয়ে বাঙ্গালী ও গারো আদিবাসীদের সাথে মতবিরোধ দেখা দিলে তার্সিসিউস জেংচাম প্রতিবাদ করতে গেলে ধর্মীয় গুজব ছড়িয়ে তাঁকে মারধর করা হয়। যে স্থানটিতে ব্রিজ বা সেতু করার কথা সেখানে গারো আদিবাসীদের ফসলী জমি থাকলেও সেতু নির্মাণে উদ্যোগ গ্রহণকারীরা কাউকেই এই ব্যাপারে না জানানো হয়নি বলে জানা গেছে।
পরে তাকে আহত অবস্থায় থানা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা আঘাতপ্রাপ্ত স্থানগুলোকে সাধারণ টিউমার ঘোষণা করে চিকিৎসা দিতে অনীহা প্রকাশ করে।এ ঘটনায় ফুলপুর থানায় মামলা দিতে গেলে সংশ্লিষ্ট থানা কতৃপক্ষ মামলা নিতে অস্বীকার করেন । ২২ মে ঘটনাটি দুপুরের দিকে ঘটে এবং পুলিশ ঘটনা স্থলে এসে পরিদর্শন করেছে বলেও জানা গেছে।
এই মুহুর্তে তার্সিসিউস জেংচাম ময়মনসিংহ মেডিকেলে আছেন বলে খবর পাওয়া গেছে।
তথ্যসূত্রঃ আচিকনিউজ