আন্তর্জাতিক
ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে আগুন

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ট্রাম্প টাওয়ারে’ অগ্নিকাণ্ড ঘটেছে।
মার্কিন টেলিভিশনগুলোর বরাতে রয়টার্স জানায়, সোমবার স্থানীয় সময় সকাল ৭টার আগে আগে ৬৮ তলা ওই ভবনের ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
পরে নিউ ইয়র্ক ফায়ার সার্ভিস জানায়, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
২০১৬ সালের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে হোয়াইট হাউজে ওঠার আগে পরিবার নিয়ে এই ভবনেই থাকতেন নিউ ইয়র্কের ধনকুবের ডোনাল্ড ট্রাম্প।
সোমবার ট্রাম্প টাওয়ারে যখন অগ্নিকাণ্ড ঘটে, প্রেসিডেন্ট ট্রাম্প তখন ওয়াশিংটনে।