অন্যান্য

মৃত্তিকা সংস্কৃতি কেন্দ্রের ফল উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন ফলের সমারোহে ও শিশুকিশোর অভিভাবকদের উচ্ছসিত অংশগ্রহনে গত ২৭ জুলাই, ২০১৮ মধুপুরের হয়ে গেলো ফল উৎসব। মৃত্তিকা সংস্কৃতি কেন্দ্র আয়োজিত এই ফল উৎসব জয়নাগাছা গ্রামের মৃত্তিকা গ্রন্থকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

ফল উৎসব সংস্কৃতি কেন্দ্রের প্রধান সংগঠক যাদু রিছিলের সঞ্চালনায় শুরু হয় সকাল দশটায়। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই বেদুরিয়া, জয়নাগাছা, ক্যাজাই, বন্দেরিয়া, চুনিয়া, সাধুপাড়া সহ বিভিন্ন গ্রাম থেকে মৃত্তিকা সংস্কৃতি কেন্দ্র’র প্রায় অর্ধশতাধিক বন্ধুরা অনুষ্ঠানে যোগ দেয়।
মৃত্তিকা কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের আহ্বায়ক পান্থু সিমসাং এর সভাপতিত্বে ফল উৎসবে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন মৃত্তিকা কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য সচিব জুয়েল বিন জহির, কবি শিমুল জাবালি, জাবেদ আয়েন্দা, ইশরাত জাহান মৌ, মৃত্তিকা সংগঠক শাওন রুগা প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে সংস্কৃতি কেন্দ্রের বন্ধুদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবকে রাঙিয়ে তোলে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলে আড্ডা। মৃত্তিকা সংস্কৃতি কেন্দ্রর বন্ধুদের সাথে আড্ডায় অংশ নেন গারো স্টুডেন্ট ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি নিপুন মানখিন, সাধারণ সম্পাদক অমিয় আরেং, হিমালয় জুলফিকার চিরান, মৃত্তিকা সংস্কৃতি কেন্দ্রর পূর্নিমা নকরেক, সোহেল নকরেক প্রমুখ।

বিভিন্ন প্রকার ফল খাওয়ার মধ্য দিয়ে মৃত্তিকা সংস্কৃতিক আয়োজিত প্রায় তিন ঘন্টা ব্যাপী ফল উৎসবের সমাপ্তি হয়।

Back to top button