মৃত্তিকা সংস্কৃতি কেন্দ্র’র উদ্যোগে শিল্প আড্ডা অনুষ্ঠিত
পূর্ণিমা নকরেক; মধুপুরঃ গত ২৬ মে,২০১৭ রোজ শুক্রবার বৃষ্টি উপেক্ষা করে তিন ঘটিকায় মধুপুরের জয়নাগাছা গ্রামের মৃত্তিকা গ্রন্থকেন্দ্রে ঢাকা থেকে কবি ও থিয়েটারকর্মীদের “শিল্পযাত্রা” এসে পৌছায়। শিল্পযাত্রায় আগত অতিথিদের স্বাগত জানান মৃত্তিকা কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভাপতি কবি পরাগ রিছিল।
শিল্পযাত্রার অতিথিদের সাথে মৃত্তিকা সংস্কৃতি কেন্দ্র’র বন্ধুদের প্রায় তিন ঘন্টা ব্যাপী শিল্প আড্ডা অনুষ্ঠিত হয়। শিল্প আড্ডায় থিয়েটার ও অভিনয় সম্পর্কে মৃত্তিকা সংস্কৃতি কেন্দ্র’র বন্ধুদের প্রাথমিক ধারণা দেন আরণ্যক এর অপু মেহেদী, ময়মনসিংহের জাগরনী নাট্য চক্রের হাসান। কবি শিমুল জাবালির পরিচালনায় এই শিল্প আড্ডায় মৃত্তিকা সংস্কৃতি কেন্দ্র’র বন্ধুরা ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যকর্মী রেশা চাম্বুগং, ঢাকা থিয়েটার এর কর্মী সম্রাট, মৃত্তিকা কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সচিব জুয়েল বিন জহির, তুষার নেকলা, চানচিয়ার সদস্য জাদিল মৃ প্রমুখ।
শিল্প আড্ডার এক পর্যায়ে পূর্নিমা নকরেক ও লিজা নকরেক এর নেতৃত্বে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় মৃত্তিকা সংস্কৃতি কেন্দ্র’র বন্ধুরা। আগত বন্ধুদের মধ্যে শিল্পী রনি জাবালি সংগীত পরিবেশনা করেন।
শিল্পযাত্রার সারথিরা এরপর রাতে চুনিয়া গ্রামের সাংসারেক খামাল জনিক নকরেক এর বাড়িতে কবি পরাগ রিছিল এর সম্প্রতি প্রকাশিত কাব্যগ্রন্থ “ফুলগুলি ফুলকপির” উপর পাঠ প্রতিক্রিয়ায় আলোচনা করেন কবি শিমুল জাবালি কবি অপু মেহেদী, ডেভিড মিল্টু মারাক, যাদু রিছিল প্রমুখ।