মৃত্তিকার উদ্যোগে সাঁওতাল হুলের ১৬২ তম বার্ষিকী পালন
“ভৈরব ডাকে হুল হুল
মহাজনের বুকে শূল
চাঁদ ডাকে হুল হুল
জমিদারের বুকে শূল…”
মৃত্তিকা সংস্কৃতি কেন্দ্র’র বন্ধুদের সমবেত কণ্ঠে হেমাঙ্গ বিশ্বাসের এই গানে গানে উদযাপিত হলো মহান সাঁওতাল হুলের ১৬২ তম বার্ষিকী। জাতিতাত্ত্বিক লোকায়ত জ্ঞান ও সংস্কৃতি পাঠকেন্দ্র-মৃত্তিকা’র উদ্যোগে আজ ৩০ জুন সকাল দশটায় মধুপুরের জয়নাগাছা গ্রামে মহান সাঁওতাল হুলের ১৬২ তম বার্ষিকী পালন করা হয়। মৃত্তিকা গ্রন্থকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনায় অংশ নেন চানচিয়ার সমন্বয়ক আন্তনী রেমা, বাগাছাস ঢাকা মহানগর শাখার সভাপতি অলীক মৃ, মৃত্তিকা কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সহসভাপতি শাওন রুগা। মৃত্তিকা কার্যনির্বাহী পর্ষদের সাধারণ সম্পাদক ওয়েলসন নকরেক এর সঞ্চালনায় ও কবি পরাগ রিছিলের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কবি মিঠুন রাকসাম, জাদিল মৃ, নিটোল মৃ, পান্থু সিমসাং, প্রান্ত নকরেক, শোভন ম্রং প্রমুখ। আলোচনা শেষে গণসংগীত পরিবেশন করে মৃত্তিকা সংস্কৃতি কেন্দ্র’র বন্ধুরা।