মুশতারী শফী’র মৃত্যুতে বাংলাদেশের ওয়াকার্স পার্টির শোক

শহীদ জায়া বেগম মুশতারী শফীর মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটি গভীর শোক প্রকাশ করছে। গতকাল সোমবার এক বিবৃতিতে সংগঠনটি এই শোক জানান।
বিবৃতিতে বলা হয়, বেগম মুশতারী শফী ছিলেন ষাটের দশকে বিকশিত বাঙালি জাতীয়তাবাদের ফসল। বাঙালির স্বাধীকার আন্দোলনসহ সাহিত্য চর্চা বিশেষ করে নারীদের মধ্যে জাগরণের অগ্রদূত ছিলেন বেগম মুশতারী শফী। মুক্তিযুদ্ধে তিনি শুধু স্বামী এবং ভাইকে হারাননি, মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণও করেছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গড়ে তুলতে তিনি অবদান রাখেন। যুদ্ধোত্তর বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার সংঘটিত করতেও তিনি বুদ্ধিবৃত্তিক ও সংগঠক হিসেবে অবদান রাখেন।
মুশতারী শফীর মৃত্যুতে দেশ একজন মহান মুক্তিযোদ্ধা, সাহিত্যিক এবং দেশপ্রেমিককে হারালো বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় যা জাতির জন্য এ ক্ষতি অপূরণীয়। সংগঠনটি তার আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।