জাতীয়

মুক্তি পেলেন আলোকচিত্রী শহিদুল আলম

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী, পাঠশালা ও দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলম মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তারের একশ’ সাত দিন পর তিনি মুক্তি পেলেন।

কেরানিগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল আলম সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ মঙ্গলবার শহিদুল আলমের জামিননামা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পেশ করা হলে ঠিকানা ভুল থাকায় কারা কর্তৃপক্ষ বিকেল সাড়ে ৩টার দিকে তা সিএমএম আদালতে ফেরত পাঠায়। পরে সিএমএম কোর্ট থেকে জামিননামা সংশোধন করে নিলে কেন্দ্রীয় কারাগার কতৃপক্ষ শহিদুল আলমকে মুক্তি দেয়।

এর আগে তার জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে গত বৃহস্পতিবার বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী শহিদুল আলমকে জামিন আদেশ দেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার হন শহিদুল আলম। সাতদিনের রিমান্ড শেষে নিম্ন আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।

Back to top button