শিল্প ও সংস্কৃতি

মারা গেলেন গারোদের কিংবদন্তি গায়ক ও সংগীত পরিচালক মাইকেল মৃত্যুঞ্জয় রেমা

গায়ক, সুরকার ও সংগীত পরিচালক মাইকেল মৃত্যুঞ্জয় রেমা রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬ টার সময় মারা গেছেন। তিনি বেশ কয়েকমাস ধরে অসুখে ভোগছিলেন।

গারো আদিবাসী সমাজের একজন গুণী মানুষ, বাংলাদেশ বেতারের “সালগিত্তাল” অনুষ্ঠান এর পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি।

বিশিষ্ট এই গুণী সঙ্গীত পরিচালক তাঁর দীর্ঘ কর্মময় জীবনে প্রায় ২৫০০ গানে (কথা ও সুর) প্রযোজনা করেছেন।

তার কাছ থেকে ‘ও ডারলিং..’,‘জাজং জারম্বং’সহ শ্রোতারা উপহার পেয়েছেন এমন অনেক হিট গান।

Back to top button