জাতীয়

মানবেন্দ্র নারায়ন লারমার ৩৫ তম মৃত্যুবার্ষিকীতে ঢাকায় স্মরণসভা, গণসংগীত, কবিতাপাঠ ও চিত্রাঙ্কনের আয়োজন

মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৫তম মৃত্যুবার্ষিকীতে ১০নভেম্বর ২০১৮ শনিবার ঢাকায় স্মরণসভা, গণসংগীত, কবিতা পাঠ ও চিত্রাঙ্কন কর্মসূচির আয়োজন করা হয়েছে। জাতীয় কমিটির উদ্যোগে শনিবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বকুল তলায় কর্মসূচিটি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা ও মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৫তম মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক মনজুরুল আহসান খান।

জাতীয় কমিটির যুগ্ম আহবায়ক রোবায়েত ফেরদৌসের সংবাদ মাধ্যমে পাঠানো এক পত্রে জানানো হয়, অনুষ্ঠানে উপস্থিত থাকাবেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ, মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাংবাদিক সোহরাব হাসান, ব্যান্ড তারকা মাকসুদুল হক, আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন প্রমুখ।

বিশিষ্ট চিত্রশিল্পী কনক চাঁপা চাকমার নেতৃত্বে রঙতুলিতে আঁকা হবে লারমার জীবন ও সংগ্রাম। গণসংগীতে থাকবেন মাদল ও কফিল আহমেদ। কবিতা পাঠ করবেন রূপশ্রী চক্রবর্তী।

Back to top button