অন্যান্য

মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৫তম মৃত্যুবার্ষিকীতে তিন জেলায় পার্বত্য জনসংহতি সমিতির শোক দিবসের আয়োজন

আগামী ১০ নভেম্বর অবিসংবাদিত আদিবাসী নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পার্বত্য তিন জেলায় জুম্ম শোক দিবস পালন করবে পার্বত্য জনসংহতি সমিতি।

এ উপলক্ষ্যে পার্বত্য তিন জেলায়, উপজেলা সদর ও ইউনিয়নে দিনব্যাপী নানান আয়োজন করা হয়েছে। সকালে প্রভাতফেরি, প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শোকপ্রস্তাব পাঠ ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। বিকেলে প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উড়ানোর মাধ্যমে এই মহান নেতাকে স্মরণ করা হবে।

জুম্ম জাতীয়তাবাদের প্রণেতা ও অবিসংবাদিত আদিবাসী নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা ১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ির পানছড়ি উপজেলার খেদারছড়ার থুম এলাকায় ‘বিভেদপন্থী গিরি-প্রকাশ-দেবেন-পলাশ চক্র’র একটি সশস্ত্র গ্রুপের আক্রমণে নিহত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৪। স্বতন্ত্র সদস্য হিসেবে তিনি ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের এবং ১৯৭৩ সালে পার্বত্য চট্টগ্রাম-১ আসন থেকে জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্য নির্বাচিত হন।

Back to top button