মানবেন্দ্র নারায়ন লারমার ৩৩-তম মৃত্যুবার্ষিকীতে আদিবাসী ছাত্র পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
আদিবাসীদের মহান নেতা মানবেন্দ্র নারায়ন লারমা(এমএন লারমা) এর ৩৩-তম মৃত্যুবার্ষিকীতে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি উদ্যোগে জাতীয় আদিবাসী পরিষদ এর রাজশাহী গণকপাড়াস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে শহীদ নেতা এমএন লারমা প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেমন- মাহাতো। বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক দুলাল মাহাতো, দপ্তর সম্পাদক আপেল মুন্ডা, সদস্য তরুন কুমার মুন্ডা, প্রভাতী বাস্কে, মলি বিশ্বাস।
সভায় বক্তার আদিবাসীদেও মহান নেতা মানবেন্দ্র নারায়ন লারমার জীবন ও দর্শনকে ধারণ করে আদিবাসীদের লড়াই-সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।