মানবেন্দ্র নারায়ণ লারমার স্মরণ…..
আজ শুক্রবার বিকেল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার বকুলতলায় শ্রমজীবী জনতার মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৪ তম মৃত্যুবার্ষিকী স্মরণে স্মরণসভা শুরু হয়েছে।
বিকেল ৩ টায় মানবেন্দ্র নারায়ণ লারমার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে স্মরণসভা শুরু হয়। শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় কমিটি, আদিবাসী ফোরাম, সম্মিলিত সামাজিক আন্দোলন, ঐক্য ন্যাপ, ওয়ার্কার্স পার্টি, সিপিবি, মহিলা পরিষদ, বাসদ, জাসদ, জনসংহতি সমিতি, ছাত্র ফ্রন্ট, কাপেং ফাউন্ডেশন, নারী প্রগতি সংঘ, হিল উইমেন্স ফেডারেশন, জনউদ্যোগ, পাহাড়ী ছাত্র পরিষদ, আদিবাসী নারী নেটওয়ার্ক, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, গণসংহতি আন্দোলন, গানের দল মাদল সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনসমূহ।
স্মরণসভার শোক প্রস্তাব পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খায়রুল চৌধুরী। শাওক প্রস্তাবের পর সুচনা সংগীত উপস্থাপন করেন ইলোরা আজমী।
স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ব বিভাগের অধ্যাপক সৌরভ শিকদার।
স্মরণসভায় বক্তব্য রাখবেন, বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির, সংগীত শিল্পী মাকসুদুল হক, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা প্রমুখ।
সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন এবং প্রতিবাদী গান অনুষ্ঠিত হবে।