মাটিরাঙ্গায় সেটেলার বাঙালি কর্তৃক এক ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের চেষ্টা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৫নং বেলছড়ি ইউনিয়নের আলী মেম্বার গ্রামে গত ২৫ সেপ্টেম্বর ২০১৮ ভোর রাত ৩:০০ ঘটিকার সময় সেটেলার বাঙালি কর্তৃক এক ত্রিপুরা কিশোরীকে(১৫) ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। এসময়ে ওই কিশোরীর পিতাকেও ধারালো দা দিয়ে এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করে।
জানা যায়, ঘটনার সময়ে আলী মেম্বার গ্রামের সেটেলার মো: জাফর আলীর ছেলে মো: অলি মিয়া(৪৫) দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ওই ত্রিপুরা কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। কিশোরীর চিৎকারে তার বৃদ্ধ মা-বাবা ঘুম থেকে জেগে উঠে বাধা দিলে সেটেলার মো: অলি মিয়া কিশোরীর পিতা শক্তি চন্দ্র ত্রিপুরাকে ধারালো দা দিয়ে এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আজ ২৫ সেপ্টেম্বর ২০১৮ সকালে আহত শক্তি চন্দ্র ত্রিপুরাকে গ্রামবাসী উদ্ধার করে মাটিরাঙ্গা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে বলে জানা যায়। এ ঘটনায় মাটিরাঙ্গা থানায় এখনও মামলা হয়নি।