অন্যান্য

মহেশখালীতে মাতৃভাষার বইসহ শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশ রাখাইন স্টুডেন্টস্ কাউন্সিল – বিআরএসসি, কক্সবাজার জেলা শাখা কমিটির উদ্যোগে মহেশখালীর মুদিরছড়া রাখাইন পাড়া ও ঠাকুর তলা রাখাইন পাড়ায় মাতৃভাষা শিক্ষা বই, বৌদ্ধ ধর্মীয় শিক্ষা বই, অনুশীলন খাতা, কলমসহ অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গত ০৩ র্মাচ ২০১৭ ইং তারিখ সকাল ১১:০০ ঘটিকায় মাতৃভাষা ভাষা বইসহ শিক্ষা বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ রাখাইন স্টুডেন্টস্ কাউন্সিল – বিআরএসসি’র কক্সবাজার জেলা শাখা কমিটির সভাপতি জ জ রাখাইন, ধম্ম স্কুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যনাইং রাখাইন, সেচ্ছাসেবক বোছেন ও আউ উপস্থিত ছিলেন।
বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করেছেন কক্সবাজারের বেশ কয়েকটি আদিবাসী পরিবার, বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের আদিবাসী নেতৃবৃন্দ।

Back to top button