আঞ্চলিক সংবাদ

মহালছড়িতে পাহাড়িদের উপর সেটলারদের হামলা, ১টি বাড়িতে আগুন

আজ ১৬ ডিসেম্বর দেশে বিজয় দিবস পালিত হলেও খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড়িদের উপর হামলা চালিয়েছে সেটলার বাঙালিরা। আজ দুপুর ২টার দিকে মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তবলছড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
সেটলাররা পার্শ্ববর্তী রাঙাপানিমুখ গ্রামের রতন মনি চাকমা(৪০), পিতা- চন্দ্র মোহন চাকমা নামে এক ব্যক্তির বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং হামলায় দু’জন পাহাড়ি আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা যায়, বেশ কয়েকদিন থেকে সেটলাররা ক্যায়াংঘাট ইউপি’র তবলছড়ি নামক স্থানে পাহাড়িদের জায়গাগুলো জোরপূর্বকভাবে বেদখল করার চেষ্টা চালিয়ে আসছে। আজ দুপুর ২টার দিকে একই ইউনিয়নের নতুনপাড়া নামক গ্রাম থেকে ৪০/৫০ জনের একদল সেটলার সংঘবদ্ধ হয়ে সেখানে গিয়ে পাহাড়িদের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে দু’জন পাহাড়ি আহত হয় বলে জানা গেছে।

পরে এ খবর জানাজানি হলে আশে-পাশের পাহাড়িরা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুললে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সেটলাররা পাশ্ববর্তী রাঙাপানিমুখ পাড়ার রতন মনি চাকমার বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এ ঘটনার কিছুক্ষণ পর সেনাবাহিনীর একটি দল সেখানে গিয়ে উপস্থিত হয়। বিকাল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেনা দলটি সেখানে অবস্থান করছিল।
বর্তমানে সেটলাররা ঘটনাস্থলে থেকে সরে গেলেও যে কোন সময় তারা আবারো জায়গাটি বেদখল ও হামলা করতে পারে বলে পাহাড়িরা আশঙ্কা প্রকাশ করছেন।
তথ্যসূত্রঃ সিএইচটি নিউজ.কম

Back to top button