আঞ্চলিক সংবাদ

মধুপুর শালবনের গারো গ্রামগুলোতে শুরু হয়েছে রংচুগালা

রংচুগাল্লা। গারোদের নিজস্ব ধর্ম সাংসারেক ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী উৎসব। প্রতি বছরের মতন এবছরও সকল স্বাস্থ্যবিধি মেনে মধুপুরের শালবন ঘেরা গারো গ্রামগুলোতে আজ থেকে শুরু হচ্ছে এই উৎসব।

মধুপুরের থানারবাইদ,পীরগাছা, চুনিয়া, জয়নাগাছা, বেদুরিয়া, সাইনামারি, হাগুরাকুড়ি, সবকচনাসহ বেশ কিছু গারো গ্রামগুলোতে এখনো এই ঐতিহ্যবাহী উৎসব নিয়মিত উদযাপন করা হয়। তবে ৯৯ শতাংশ গারো খ্রিস্টান হয়ে যাওয়ায় উৎসবের পরিধি এবং ব্যাপকতা অনেকখানি কমেছে বলে দাবি করছেন গারো সংস্কৃতিকর্মীরা।

করোনাভাইরাসের ফলে সীমিত পরিসরে অনুষ্ঠানটি সম্পন্ন হবে বলে জানা গেছে। রংচুগাল্লা আদি সাংসারেক গারোদের একটি বিশেষ উৎসব।যেখানে গারো জাতির সবাই অংশগ্রহণ করতে পারে।

আজ ২ সেপ্টেম্বর ২০২০ থানারবাইদ, চুনিয়া ও জয়নাগাছা গ্রামে রংচুগাল্লা অনুষ্ঠিত হবে। পরবর্তীতেতে পীরাগাছা, সাইনামারি, বেদুরিয়া, সবকচনা, হাগুড়াকুড়ি প্রভৃতি গ্রামে রংচুগাল্লা অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্রঃ থকবিরিম নিউজ

Back to top button