আঞ্চলিক সংবাদ
মধুপুর বিলে গারো আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের মধুপুরের হাওদা বিল থেকে কংকন ম্রং (২৭) নামের এক আদিবাসী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে স্বজন ও এলাকাবাসীরা হাওদা বিল থেকে তার মৃত দেহ উদ্ধার করেন। মৃত কংকন উপজেলার জলছত্র (২৫ মাইল) বাজার এলাকার রূপায়ন সাংমার ছেলে। তিনি স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ছিলেন।
জানা যায়, বেশ কয়েকদিন যাবৎ কংকন রাতে বাড়ির পাশের হাওদা বিলে মাছ ধরতে যান। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও বাড়ির কাছেই শান্তি নিকেতনের ছাত্র নিবাসের পাশের ওই বিলে মাছ ধরতে গেলে আর বাড়ি ফিরে আসেনি। এরপর স্বজন ও এলাকাবাসী কয়েকটি নৌকায় বিলে তাকে খোঁজখুজির পর বিকাল ৫ টার দিকে হঠাৎ মাছ ধরার স্থানে তার লাশ ভেসে উঠে।
জানা যায়, তার লাশ ঘার মটকানো অবস্থায় থাকায় এলাকাবাসীর ধারণা অজ্ঞাত দুবৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।