আঞ্চলিক সংবাদ

মধুপুর ইউপি নির্বাচন আগামীকালঃ ১জন চেয়ারম্যান প্রার্থীসহ ৩২ জন আদিবাসী প্রার্থীর রেকর্ড

আইপিনিউজ ডেস্কঃ টাংগাইল জেলাধীন মধুপুর উপজেলার ইউপি নির্বাচন আগামীকাল ১৩ জুলাই অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে ১ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৩২ জন আদিবাসী প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এটি বাংলাদেশের ইতিহাসে আদিবাসী সর্বোচ্চ প্রার্থীর রেকর্ড হিসেবে বিভিন্ন মাধ্যম জানিয়েছে।

৯নং অরনখোলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘আনারস’ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জলছত্র গ্রামের সিলভেস্টার মাংসাং। একমাত্র আদিবাসী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার আশাবাদ ব্যাক্ত করে সিলভেস্টার মাংসাং জানানা, ‘আদিবাসী চেতনা এবং আমার ইচ্ছাশক্তিই আমার যোগ্যতা বলে মনে করি।’ তিনি আরো বলেন, ‘৬টি আদিবাসী অধ্যুষিত ইউনিয়নে কেন একজনও আদিবাসী চেয়ারম্যান প্রার্থী থাকবেনা, এই বোধ আমার মধ্যে কাজ করেছে ।’

মধুপুর ও ধনবাড়ী আলাদা উপজেলা হয়ে যাওয়ার পর মধুপুরের ভাগে ৬টি ইউনিয়ন ছিল । এবার হিসেব পাল্টে গেছে। ৩টি বড় ইউনিয়ন ভেঙ্গে হয়েছে ৮টি ইউনিয়ন । উপজেলার অরণখোলা ভেঙ্গে হয়েছে অরণখোলা ইউনিয়ন, বেরীবাইদ ইউনিয়ন ও কুড়াগাছা ইউনিয়ন। শোলাকুড়িকে করা হয়েছে শোলাকুড়ি ও ফুলবাগচালা ইউনিয়ন এবং আউশনারা হয়েছে আউশনারা, মহিষমারা ও কুড়ালিয়া ইউনিয়ন । পুনর্গঠিত এসব ইউনিয়ন ছাড়াও মির্জাবাড়ী, আলোকদিয়া ও গোলাবাড়ী ইউনিয়ন মিলে বর্তমানে মধুপুর ১১টি ইউনিয়ন । যে কারণে আদিবাসীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ বেড়েছে বলে বিভিন্ন মহল জানিয়েছে।

এবারের ইউপি নির্বাচনে ১ জন চেয়ারম্যান পদে, ৮ জন সংরক্ষিত মহিলা আসনে এবং ২৩ জন মেম্বার পদেসহ মোট ৩২ জন আদিবাসী প্রার্থী নির্বাচন করবে বলে সর্বশেষ খবরে জানাগেছে । দলীও মনোনয়ন ছাড়াও অনেকে সতন্ত্র ভাবে নির্বাচনে অংশগ্রহন করছে ।

যে সকল আদিবাসী প্রার্থীরা এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের তালিকা নিম্নরুপ : –

১.সিলভেস্টার মাংসাং, চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র), অরণখোলা ইউনিয়ন
২. প্রবীর নকরেক, মেম্বার, ৪ নং ওর্য়াড, অরণখোলা ইউনিয়ন
৩. প্রফুল্ল দিব্রা, মেম্বার, ৯নং ওর্য়াড, অরণখোলা ইউনিয়ন
৪. এডুয়াড মৃ, মেম্বার, ৯নং ওর্য়াড, অরণখোলা ইউনিয়ন
৫. সঞ্জু মানখিন, মেম্বার, বেরিবাইদ ইউনিয়ন
৬. তুষার রেমা, মেম্বার, বেরিবাইদ ইউনিয়ন
৭. লরেন্স নকরেক, মেম্বার, ৭নং ওর্য়াড, বেরিবাইদ ইউনিয়ন
৮. মিঠু আতিওয়ারা, মেম্বার, ৭ নং ওর্য়াড ,বেরিবাইদ ইউনিয়ন
৯. পিতর দিব্রা, মেম্বার, ৬নং ওর্য়াড, শোলাকুড়ী ইউনিয়ন
১০. রঞ্জিত নকরেক, মেম্বার, ৭নং ওর্য়াড, শোলাকুড়ী ইউনিয়ন
১১. যুগ্য রেমা, মেম্বার, ৭নং ওর্য়াড, শোলাকুড়ী ইউনিয়ন
১২. বিকশন নকরেক , মেম্বার, ৯নং ওর্য়াড, শোলাকুড়ী ইউনিয়ন
১৩. যতীন কুবি, মেম্বার, ৯নং ওর্য়াড, শোলাকুড়ী ইউনিয়ন
১৪ লোকাশ রেমা, মেম্বার, জালিছিড়া, ফুলবাগচালা ইউনিয়ন
১৫. লুটিশ দিও, মেম্বার, ৮নং ওর্য়াড, ফুলবাগচালা ইউনিয়ন
১৬. নগেন্দ্র দিব্রা, মেম্বার, ৮নং ওর্য়াড, ফুলবাগচালা ইউনিয়ন
১৭. ফারুন নকরেক, মেম্বার, ১নং ওর্য়াড, ফুলবাগচালা ইউনিয়ন
১৮. লেমন মাঝি, মেম্বার, ১নং ওর্য়াড, ফুলবাগচালা ইউনিয়ন
১৯. বিচিত্রা ম্রং, সংরক্ষিত মহিলা আসন, ১,২,৩, ফুলবাগচালা ইউনিয়ন
২০. অচর্না নকরেক, সংরক্ষিত মহিলা আসন, ১,২,৩, ফুলবাগচালা ইউনিয়ন
২১. নিমর্লা জেংছাম, সংরক্ষিত মহিলা আসন, ৭,৮,৯ নং ওর্য়াড, ফুলবাগচালা
২২. ঝূমা রানী বর্মন, সংরক্ষিত মহিলা আসন, ৭,৮,৯ ফুলবাগচালা ইউনিয়ন
২৩. সুলেখা ম্রং, সংরক্ষিত মহিলা আসন,৭,৮,৯ ওর্য়াড, ৯নং অরণখোলা
২৪ মিরা চিসিম, সংরক্ষিত মহিলা আসন, ৪,৫,৬ ওর্য়াড, ৯নং অরণখোলা
২৫. তিরলা চিরান, সংরক্ষিত মহিলা আসন, ৭,৮,৯ শোলাকুড়ী ইউনিয়ন
২৬. বিনীতা সিমসাং, সংরক্ষিত মহিলা আসন, ৭,৮,৯ শোলাকুড়ী ইউনিয়ন
2৭. বরত চন্দ্র বর্মন, মেম্বার, ৬নং ওর্য়াড, ফুলবাগচালা ইউনিয়ন
২৮. শঙ্কর বর্মন, মেম্বার, ৬নং ওর্য়াড, ফুলবাগচালা ইউনিয়ন
২৯. মাখন বরমন, মেম্বার, ৬নং ওর্য়াড, ফুলবাগচালা ইউনিয়ন
৩০. বিনিসন রেমা, মেম্বার, ৬নং ওর্য়াড, ফুলবাগচালা ইউনিয়ন
৩১. ফিলিপ মারাক, মেম্বার, ৭নং ওর্য়াড, ৯নং অরণখোলা ইউনিয়ন
৩২. উৎপল রেমা, মেম্বার, ১ নং ওয়ার্ড, আউশনারা ইউনিয়ন ।

Back to top button