মধুপুরে সাংস্কৃতিক উৎসব ও ঐতিহ্যবাহী সেরেনজিং পালা
আগামীকাল ৮ নভেম্বর মধুপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে গারো জনগোষ্ঠীর সাংস্কৃতিক উৎসব ও ঐতিহ্যবাহী সেরেনজিং পালা। পীরগাছা সেন্ট পৌলস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুপুর ২ টা থেকে শুরু হবে এই আয়োজন। উৎসবটি যৌথ আয়োজন করছে কারিতাস ময়মনসিংহ অঞ্চল, পীরগাছা ধর্মপল্লী ও স্থানীয় সংগঠনগুলো।
আয়োজকদের পক্ষে কারিতাস ময়মনসিংহের আঞ্চলিক পরিচালক অপূর্ব রাফায়েল ম্রং আইপি নিউজকে জানায়, ‘মধুপুরে এই সেরেনজিং পালা ২৮ বছর মতান্তরে ৪০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। অনুষ্ঠানের উদ্দেশ্য নিয়ে তিনি আমাদের জানান, আবিমা(মধুপুর অঞ্চল) ও আফালের(ময়মনসিংহ অঞ্চল) শিল্পী ও মানুষের মধ্যে একটা সাংস্কৃতিক বিনিময় ঘটবে। হারিয়ে যেতে বসা সংস্কৃতি তরুনদের কাছে উপস্থাপন করা যাবে এবং যারা আগে এই নিয়ে কাজ করতো তাদেরকেও উজ্জীবিত করা যাবে যেটা আমাদের অন্যতম একটা লক্ষ্য এই আয়োজনের পেছনে।’
তিনি এই সাংস্কৃতিক উৎসব ও সেরেনজিং পালা আয়োজনে সকলকে অংশগ্রহনের উদাত্ত আহবানও রাখেন।
এই আয়োজনে আবিমা থেকে শিল্পীরা ঐতিহ্যবাহী রেরে, আজিয়া পরিবেশন করবেন। উৎসবে সেরেনজিং পালা উপস্থাপন করবে আফালের নেত্রকোনা কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা, ফুলবাড়িয়া ও কাউবাড়ি গ্রামের সম্মিলিত একটি সেরেনজিং পালা দল।