অন্যান্য

মধুপুরে পরেশ চন্দ্র মৃর মৃত্যুবার্ষিকী পালন ও লেক প্রকল্পের প্রতিবাদে মানববন্ধন

জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত পরেশ চন্দ্র মৃ এর ২৪ তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন হয়েছে মধুপুর উপজেলার চুনিয়া গ্রামে।

জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ ও প্রয়াত নেতার পরিবারের যৌথ আয়োজনে খ্রীষ্টযাগ, স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খ্রীষ্টযাগ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ফা. লরেন্স রিবেরু সি.এস.সি.। পরবর্তী স্মরণসভায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মিহির মার্টিন মৃ, আলোচনা করেন পরেশ চন্দ্র মৃ’র কন্যা মুকুল দারু, ভরত বর্মন। আলোচনা সভায় বক্তব্য রাখেন জিএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিয়াং রিছিল, বাগাছাস কেন্দ্রীয় কমিটির সভাপতি জন যেত্রা প্রমুখ।

জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ চুনিয়া আঞ্চলিক শাখা, গ্রেটার ময়মনসিংহ আদিবাসী ডেভেলপমেন্ট কাউন্সিল,আদিবাসী ছাত্র জনতাসহ বিভিন্ন সংগঠন প্রয়াত নেতার কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানায়।

কৃষি জমি নষ্ট করে দোখলায় প্রস্তাবিত লেক খননের প্রতিবাদে আদিবাসী ছাত্র জনতার ব্যানারে একটি মানববন্ধনও অনুষ্ঠিত হয়। ফ্যাস্টুনে বিভিন্ন দাবি লেখা ছিল, “আমার ভূমি, আমার মা, ” “আদিবাসীদের কৃষি জমিতে লেক খনন বাস্তবায়ন পরিকল্পনা বন্ধ কর,” “কৃষি জমি রক্ষা কর, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা কর”।

Back to top button