শিল্প ও সংস্কৃতি

মধুপুরে চলছে আবিমা উৎসব

‘শেকড়ের খোঁজে প্রজন্মের মেলবন্ধন’ মুলসুরকে কেন্দ্র করে মধুপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে প্রথমবারের মতন উদযাপিত হচ্ছে আবিমা উৎসব। মধুপুরের জাঙ্গালিয়া গ্রামের এলাকাবাসীর আয়োজনে সাধ্বী তেরেজা প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

জাঙ্গালিয়া গ্রামের সং নকমা পিউস রেমার সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ময়মনসিংহ- ১ (হালুয়াঘাট, ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মধুপুর উপজেলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, ঢাকা ওয়ানগালার নকমা শুভজিত ঘাগ্রা প্রমুখ। এছাড়াও আবিমার গ্রামগুলোর সং নকমারা উপস্থিত থাকবেন।

সকাল ৯.০০টায় রুদিতা, সাসাত সআর মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। পৌরোহিত্য করছেন ধরাটি গ্রামের কামাল দীনেশ নকরেক।

অনুষ্ঠানে আবিমার ৭টি সাংস্কৃতিক দল ও ঢাকা থেকে গারো কালচারাল একাডেমীর সাংস্কৃতিক দল অংশগ্রহণ করবে। বিকেলে সঙ্গীত পরিবেশন করবে ব্যান্ড রেরে ও আচিক ব্লুস। উৎসব চলবে সন্ধ্যা ৭.০০টা পর্যন্ত।

ছবি কৃতজ্ঞতা- জনজাতির কন্ঠ

Back to top button