আঞ্চলিক সংবাদ

মধুপুরে বাঙ্গালী ট্রাক হেল্পারের এক আদিবাসী কোচ শিশুকে ধর্ষণের চেষ্টা

নিজস্ব সংবাদদাতাঃ ৬ই মে আনুমানিক বিকেল ৪ টা সময় মধুপুরের থানারবাইদ গ্রামে এক বাঙ্গালী ট্রাক হেল্পার দ্বারা এক আদিবাসী কোচ শিশুকে (৮) ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মধুপুর উপজেলার বর্তমান পুর্বাগচালা ইউনিয়নের থানারবাইদ গ্রামের কে আর প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
13344694_596833157147675_2176390709350121343_n
স্কুল ছুটির পর শিশুটি স্কুলের বারান্দায় খেলছিল। সেসময় হৃদয় নামের যুবক তাকে একা পেয়ে ধর্ষনের চেষ্টা করে। পরে শিশুটি চিৎকার করলে এলাকাবাসী এসে শিশুটিকে উদ্ধার করে। পরে উত্তেজিত এলাকাবাসী যুবককে মারধর করে। এলাকাবাসী জড়ো হলে ধর্ষণের চেষ্টাকারী ঐ যুবককে দোখলা ট্রাক মালিক সমিতির সামনে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে থানায় খবর দেওয়া হলে, পুলিশ এসে যুবককে থানায় নিয়ে যায়।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির পরিবার এখনো থানায় মামলা করেনি বলে জানা গেছে। তবে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ সহ অন্যান্য সংগঠনের কাল (৭/৬/২০১৬) মামলা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Back to top button