মঙ্গলবার ঢাকায় গণ অবস্থানের সমর্থনে নাগরিক সমাবেশ
আগামীকাল সাহেবগঞ্জ-বাগদাফার্মে হত্যাকারী-হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রাজশাহী ও রংপুর বিভাগে গণ অবস্থান কর্মসূচীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ঢাকার শাহবাগ প্রজন্ম চত্ত্বরে সকাল ১০.৩০ এ এক নাগরিক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে ।
নাগরিক সংহতি সমাবেশের পক্ষে এক বিবৃতিতে জানানো হয় ১৯৫৬ পাকিস্তানের সামরিক সরকার রংপুর জেলার গাইবান্ধা মহকুমার(বর্তমান জেলা) গোবিন্দগন্জ উপজেলার ৫নং সাপমারা ইউনিয়নের রামপুর, সাপমারা, মাদারপুর, নরংগাবাদ ও চকরাহিমপুর মৌজার ১৮৪২.৩০ একর ভূমি রংপুর সুগারমিলের জন্য আখ চাষ করার শর্তে রিকুইজিশনের নামে কেড়ে নেয়া হয় ।চিনি উৎপাদনে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ সরকার ২০০৪ সালে সুগারমিল বন্ধ ঘোষণা করলে চুক্তির শর্তানুযায়ী ভূমির প্রকৃত মালিক/উত্তরাধিকারীরা ভূমি মালিকানার দাবী জানিয়ে আন্দোলনে নামে। আদিবাসী-বাঙালি ভূমিহারা মানুষেরা ন্যায় সংগত আন্দোলন করতে গিয়ে হামলা-মামলার শিকার হয় ।এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ৬ নভেম্বর জনপ্রতিনিধি ও প্রশাসনের মদদে পুলিশের হামলায় নিহত হয় শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি, রমেশ টুডু ও অনেকে আহত হয় ।ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে গৃহহারা করা হয় । এখনো অনেকে তাবু ও ছাপড়ার নীচে বসবাস করছে । এই হামলা ও হত্যার প্রধান আসামীদের কেউ এখনো গ্রেফতার হয়নি।
নাগরিক সংহতি সমাবেশের আয়োজন করেছেন সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, বাংলাদেশ আদিবাসী ফোরাম, জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, জনউদ্যোগ, এলআরডি, কাপেং ফাউন্ডেশন, ব্রতী, আইইডি, সিডিএ, আসক, নাগরিক উদ্যোগ, নিজেরা করি ও ব্লাস্ট ।
সংবাদ বিজ্ঞপ্তি