আঞ্চলিক সংবাদ

ভূষণছড়া ইউপির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণে অপরাগতা

গত বছর জুনে অনুষ্ঠিত ভূষণছড়া ইউনিয়নের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচনী ফলাফল বাতিল পূর্বক পুন:নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ভূষণছড়া ইউপির নবনির্বাচিত ৭ জন সদস্য শপথ গ্রহণে অপারগতা জানিয়ে বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত মতামত ও দাবিনামা জমা দিয়েছেন গত সোমবার।

উল্লেখ্য যে, বিগত ৪ জুন ২০১৬ রাঙ্গামাটি জেলাধীন বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখল করে জাল ভোটের মাধ্যমে ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদ মামুনকে অবৈধভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাই উক্ত ভোট কেন্দ্রের নির্বাচনী ফলাফল বাতিল পূর্বক উক্ত ভোট কেন্দ্রের পুন:নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানিয়েছেন এবং সেই সাথে উক্ত কেন্দ্রের পুন:নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে শপথ গ্রহণে অপরাগতা জানিয়েছেন গত ২৩/০৫/২০১৭ তারিখ অনুষ্ঠিত বরকল উপজেলাধীন ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে বিজয়ী নিম্নোক্ত সদস্যবৃন্দ-

১. সুরেশ কুমার চাকমা, পিতা সতীশ চন্দ্র চাকমা, ১নং সাধারণ ওয়ার্ড;

২. প্রীতি শংকর দেওয়ান, পিতা জ্ঞানেন্দু বিকাশ দেওয়ান, ২নং সাধারণ ওয়ার্ড;

৩. জয়সেন কার্বারী, পিতা অখিল চন্দ্র কার্বারী, ৩নং সাধারণ ওয়ার্ড;

৪. পাত্তর মণি চাকমা, পিতা কিনা চান চাকমা, ৪নং সাধারণ ওয়ার্ড;

৫. হরি লাল চাকমা, পিতা কিনা মণি চাকমা, ৯নং সাধারণ ওয়ার্ড;

৬. রিপনা চাকমা, স্বামী সমর বিজয় চাকমা, ১নং সংরক্ষিত ওয়ার্ড;

৭. জ্যোৎস্না চাকমা, স্বামী প্রতিময় চাকমা, ২নং সংরক্ষিত ওয়ার্ড।

২৩/০৫/২০১৭ তারিখ অনুষ্ঠিত বরকল উপজেলাধীন ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে তাদেরকে বিজয়ী ঘোষণা পূর্বক গত ২১/০৬/২০১৭ তারিখ নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছেন এবং তৎপ্রেক্ষিতে ১০ জুলাই ২০১৭ তারিখে শপথ গ্রহণের জন্য বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভিন ০২/০৭/২০১৭ মূলে তাদেরকে অবহিত করেন। ছোট হরিণা কেন্দ্রের নির্বাচন বাতিল পূর্বক পুন:নির্বাচনের দাবিতে নবনির্বাচিত উল্লেখিত সদস্যরা শপথ গ্রহণের অপরাগরতা জানিয়ে গত সোমবার বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিতভাবে তাদের অভিমত ও দাবিনামা জমা দিয়েছেন। উক্ত লিখিত মতামত ও দাবিনামায় তারা উল্লেখ করেন যে,

যেহেতু ৪ জুন ২০১৬ বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১০ লঙ্ঘন করে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদ মামুন ৩নং ওয়ার্ডের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৫০/৬০ জন বহিরাগত লোক দিয়ে কেন্দ্র দখল করে জাল ভোট প্রদান করেছেন;

যেহেতু মামুনুর রশিদ মামুনের প্রভাবে মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, বরকল উপজেলা ও প্রিসাইডিং অফিসার, ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, ভূষণছড়া ইউনিয়ন-এর সহযোগিতায় ও যোগসাজশে মো: আলতাফ হোসেন, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ও রির্টার্নিং অফিসার, বরকল উপজেলা অবৈধভাবে ও নির্বাচন বিধিমালা লঙ্ঘন করে মামুনুর রশিদ মামুনকে ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী বলে ঘোষণা করেছেন এবং হাই কোর্টে মামলা চলাকালে বাংলাদেশ নির্বাচন কমিশন মামুনুর রশিদ মামুনকে ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে অবৈধভাবে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন;

যেহেতু ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৪ জুন ২০১৬ নির্বাচনের দিবসে সকালে ভোট গ্রহণ শুরু থেকে ছোট হরিণা জোনের জোন কম্যান্ডারের নেতৃত্বে বিজিবি সদস্যরা ভোট কেন্দ্রে আসার পথে নিকটবর্তী স্থানে চেকপোষ্ট বসিয়ে পাহাড়ি ভোটারদের জাতীয় পরিচয়পত্র তল্লাসীর নামে হয়রানি করে ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করে এবং উক্ত বিজিবি সদস্যদের সহায়তায় মামুনুর রশিদ মামুনের পক্ষে ৫০-৬০ জন বহিরাগত বাঙালি ভোট কেন্দ্র দখল করে পাহাড়ি ভোটারদের উপর হামলা চালায় এবং কেন্দ্রে দায়িত্বরত পোলিং এজেন্টদেরকে জোরপূর্বক বের করে দিয়ে ব্যালট বাক্স দখল করে জাল ভোট প্রদান করেছে;

যেহেতু উক্ত ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোটার তালিকা অনুসারে ২,৭১২ জন ভোটারদের মধ্যে বিজিবির ১৮ ব্যাটালিয়নের ৩২৫ জন ভোটার ছিলেন এবং উক্ত ৩২৫ জন বিজিবি ভোটারসহ উক্ত ব্যাটালিয়ন ২০১১ সালে ভিন্ন জেলায় বদলি হয়ে গিয়েছেন, তাই বর্তমানে উক্ত কেন্দ্রে নির্বাচন চলাকালীন পাহাড়ি-বাঙালি মিলে মোট ভোটার রয়েছে ২,৩৮৭ জন। অথচ উক্ত কেন্দ্রে ভোট কাস্টিং দেখানো হয়েছে [আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদ মামুন ১,৬৬২ ভোট এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দীলিপ কুমার চাকমা ৮৩৪ ভোটসহ] ২,৫৮১ টি, যা কেন্দ্রের মোট ভোটার থেকে ১৩১টি ভোট বেশি। এছাড়া কমপক্ষে ১৭ জনের অধিক ভোটার মৃত্যুবরণ করেছেন। এ থেকে প্রমাণিত হয় যে, ব্যাপক জাল ভোট প্রদানের মাধ্যমে মামুনুর রশিদ মামুনকে অবৈধভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে;

যেহেতু মামুনুর রশিদ মামুনকে ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে অবৈধভাবে বিজয়ী ঘোষণা করার কারণে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দীলিপ কুমার চাকমা উক্ত ভোটকেন্দ্রের ভোট বাতিল করে পুন:নির্বাচনের দাবিতে গত ৪ জুন ২০১৬ প্রধান নির্বাচন কমিশনারের বরাবরে আবেদন করেছেন এবং তৎপরবর্তীতে একই দাবিতে মহামান্য হাই কোর্টে রীট পিটিশন করেছেন; এছাড়া উক্ত নির্বাচন বাতিল করে পুন:নির্বাচনের দাবিতে নির্বাচন বিধিমালা অনুযায়ী ১০/০১/২০১৭ তারিখে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দীলিপ কুমার চাকমা কর্তৃক বিজ্ঞ নির্বাচন ট্রাইব্যুনালের বিজ্ঞ ২য় সিনিয়র সহকারি জজ আদালত, চট্টগ্রামে মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে উক্ত মামলার বিচার চলমান রয়েছে;

সেহেতু, ৪/০৬/২০১৬ বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখল করে জাল ভোটের মাধ্যমে ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে অবৈধভাবে বিজয়ী ঘোষিত মামুনুর রশিদ মামুনের সাথে কাজ করা তাদের পক্ষে সম্ভব নয়।

তারা তাদের লিখিত মতামত ও দাবিনামা প্রধান নির্বাচন কমিশনার; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব; চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার পরিচালক; রাঙ্গামাটি জেলা প্রশাসক; বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, রাঙ্গামাটি জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এবং রাঙ্গামাটি জেলা নির্বাচন কর্মকর্তার বরাবরেও অনুলিপি দিয়েছেন।

Back to top button