ভাষা শহীদদের প্রতি আদিবাসী নের্তৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন
আইপিনিউজ ডেস্ক, ঢাকাঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবেসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে আদিবাসী সংগঠন সমূহ ও নের্তৃবৃন্দ।
ঢাকাঃ একুশের প্রথম প্রহরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আদিবাসী সংগঠনসমূহ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় নেতা হরেন্দ্রনাথ সিং-এর নের্তৃত্বে আদিবাসী ফোরাম, কেন্দ্রীয় সভাপতি উইলিয়াম নকরেক-এর নের্তৃত্বে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ এবং পাহাড়ী পরিষদ ঢাকা মহানগর ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
চট্টগ্রামঃ চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি রাঙ্গামাটির সংসদ সদস্য ঊষাতন তালুকদার এমপি।
রাঙ্গামাটিঃ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কৃষি ও ভূমি বিষয়ক সম্পাদক চিংলামং চাক-এর নের্তৃত্বে সহযোগী সংগঠন সমূহ প্রভাতে রাঙ্গামাটির শহীদ মিনারে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনে পিসিপি কেন্দ্রীয় সভাপতি জুয়েল চাকমা, মহিলা সমিতির সভানেত্রী জড়িতা চাকমা, হিল উইমেন্স ফোডাশেনের অর্থ সম্পাদক রিনা চাকমা, যুব সমিতির নেতা অরুন ত্রিপুরা প্রমুখ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহীঃ একুশের প্রথম প্রহরে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র নাথ সরেনের নের্তৃত্বে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে আদিবাসীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আদিবাসী ছাত্র পরিষদ, আদিবাসী যুব পরিষদ রাজশাহীতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এই সময় জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সুবিন চন্দ্র মুন্ডা, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন পাহান, রাজশাহী জেলা যুগ্ম-আহ্বয়ক উপেন রবিদাস, হুরেন মুর্মু, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বিভূতী ভূষণ মাহাতো, সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তুরন মুন্ডা, দপ্তর সম্পাদক পলাশ পাহান, রাজশাহী কলেজ কমিটির সভাপতি সাবিত্রী হেমব্রম, অর্থ সম্পাদক অনিল রবিদাস সদস্য আগাস্টিন কিস্কু, নয়ন পাহান প্রমূখ উপস্থিত ছিলেন।
এই ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে আদিবাসী সংগঠন সমূহ ও নের্তৃবৃন্দ স্ব-স্ব এলাকার শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করছেন।